Product Specification Of Char Tara eBook
Title | চার তারা |
Author | আরিফুল ইসলাম |
Publisher | আযান প্রকাশনী |
Quality | পেপারব্যাক |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 94 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Product Summary....
“চার তারা” চার ইমাম। ইমাম নুমান বিন সাবিত, ইমাম মালিক বিন আনাস, ইমাম শাফে’য়ী এবং ইমাম আহমদ ইবন হাম্বল। রাহিমাহুমুল্লাহ। সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন) দের পরের প্রজন্ম। সত্য যুগের মানুষ। ইসলামের চার চারটি নক্ষত্র। তারকাখচিত চারটি জীবনসাধনা। ইসলামের জন্য যাদের ত্যাগ ও বিসর্জন আকাশছোঁয়া। যুহুদের সর্বোচ্চ চূড়ায় যাদের একচ্ছত্র অবস্থান। যাদের প্রতি এই উম্মাহর শ্রদ্ধা, ভালোবাসা এবং দরদের কমতি নেই।
যাদের পদচারণা অনুসরণ করে কতশত মনীষী, কতশত ত্বলিবুল ইলম দ্বীনের বিশুদ্ধ ‘ইলম হাসিল করেছে। ইতিহাস এই চারটি নক্ষত্রকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাদের নামের শেষে দরদভরা কন্ঠে দুআ হিসেবে বলবে, “রাহিমাহুল্লাহ”।এই চার ইমামের জীবনচরিত কেমন ছিল? তাদের জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা, ইলমপিপাসা, জ্ঞানসাধনা, দ্বীনের প্রতি ভালোবাসা, ‘ইলম হাসিলের জন্য ত্যাগ তিতিক্ষা, নিজেদের জীবনে লব্ধ ‘ইলমের বাস্তবায়ন, আমৃত্যু তার উপর অটল থাকা – ইত্যাদি বিষয়গুলো নিয়ে আযান প্রকাশনীর এবারের বই। বিশুদ্ধ তথ্য ও দলিলভিত্তিক এই বইটির নামকরণ করা হয়েছে “চার তারা”। ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ!
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে তাঁদের সম্পর্ক কেমন ছিলো, নিজেদের শ্রেষ্ঠ গুণটি কিভাবে তারা ইসলামের তরে কাজে লাগিয়েছেন।
লেখকের কথা
চার মাজহাব, চার ইমাম বলতে আমরা সাধারণত বুঝি— চার মতাদর্শের চারজন ব্যক্তি। একজন যদি বলেন – ডানে যাও, তো আরেকজন বলেন- না, বামে যাও। অর্থাৎ, চার ইমাম মানে একে অন্যের সাথে 'যুদ্ধে' লিপ্ত থাকা চারজন ব্যক্তি!
যখন চার ইমাম সম্পর্কে জানতে গেলাম, পড়তে গেলাম, তখন যাস্ট অবাক হলাম। চারজনের জীবনী পড়ে যে মুগ্ধ হয়েছি, সেই মুগ্ধতা এখনো কাটেনি। চারজন সম্পর্কে জানার আগ্রহ দিন দিন বাড়ছে। আমরা মনে করতাম- চারজন মনে হয় চারজনের প্রতিপক্ষ। অথচ তাঁদের জীবনী পড়ে দেখলাম, তারা একে অন্যের প্রতিপক্ষ হওয়া তো দূরের কথা, তারা তো ছিলেন একে অন্যের সহযোগী, শুভাকাঙ্ক্ষী।
ইমাম আবু হানিফার প্রজ্ঞা সম্পর্কে ইমাম মালিক কী সুন্দর মন্তব্য মন্তব্য করেন। ইমাম আবু হানিফা নিজের প্রিয় ছাত্রকে পাঠান ইমাম মালিকের জ্ঞান আহরণের জন্য। ইমাম আশ-শাফেঈ ছিলেন ইমাম মালিকের ছাত্র। আবার ইমাম আহমাদ ইবনে হাম্বল ছিলেন ইমাম আশ-শাফে'ঈর ছাত্র। অন্যদিকে ইমাম আহমাদের বাল্যকালের শিক্ষক ছিলেন ইমাম আবু হানিফার প্রিয় ছাত্র। এ যেনো এক ফুলের মালা! বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন রকমের ফুল একটা মালায় গাঁথা!
ইমামদের ব্যক্তিজীবন নিয়েই 'চার তারা' বইয়ে আলোচনা করা হয়েছে। তারা কিভাবে বেড়ে উঠেন, কিভাবে ইলম অর্জন করেন, কিভাবে ইমামের আসন অলংকৃত করেন এবং শেষ জীবনে কিভাবে জুলুমের শিকার হোন; এই নিয়েই বইটি সাজানো।
ইমামদের জীবনের ঘটনাগুলো মূলত ধারাবাহিক গল্পাকারে সাজানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে ইমাম আবু হানিফার জীবনের ঘটনাগুলোর 'প্রাইমারি সোর্স' —এর রেফারেন্স দেওয়া হয়েছে। আর বইয়ের 'লিমিটেশন' হলো- বাকি তিনজন ইমামের জীবনের ঘটনাগুলোর 'প্রাইমারি সোর্স' –এর রেফারেন্স না দিয়ে বইয়ের শেষে 'সেকেন্ডারি সোর্সগুলো' উল্লেখ করেছি। তথ্যগুলো যাচাই করার জন্য একজন দক্ষ ইতিহাস পাঠকের সহায়তা নিয়েছি।
ইমামদের সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার ছোট্ট প্রয়াস হিশেবেই মূলত বইটি লেখার প্ল্যান করি। সকল প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দাকে দিয়ে কাজটি করিয়েছেন।
বইটা পড়ে পাঠকের মনে ইমামদের সম্পর্কে আরো জানার তৃষ্ণা তৈরি হোক এটাই আমার প্রত্যাশা।
বইটি প্রকাশ করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি
কৃতজ্ঞ। বিশেষ করে আযান প্রকাশনী করোনাকালে নানান ঝুঁকির মধ্য দিয়ে
বইটি প্রকাশ করছে। আল্লাহ তাঁদের প্রচেষ্টাকে কবুল করুন।
“আমার এই লেখাগুলো যদি কারো মন কেড়ে নেয় তা যেনো আমার নাম না এনে নাজাত এনে দেয়।”
ইমাম আবু হানিফা
ঈমানদীপ্ত ধীমান
* এক *
কুফা, খুলাফায়ে রাশেদার সর্বশেষ রাজধানী। উমর (রা:)'র খিলাফতকালে শহরটির পত্তন হয়। এই শহরে বসবাস করেন রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:)। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে চারজনের কাছ থেকে কুরআন শেখার জন্য সাহাবীদেরকে পরামর্শ দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) ছিলেন তাদের একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদের (রা:) আগমনের ফলে কুফা খ্যাতি লাভ করে ‘কুরআনের শহর' নামে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) ছাড়াও রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রায় সহস্রাধিক সাহাবী কুফায় এসে স্থায়ীভাবে বসবাস করেন। তারমধ্যে চব্বিশজন ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। [তাবাকাত ইবনে সা'দ: ৬/৯]
কুফা নানান মতালম্বী মানষের আবাসস্থল। শি'আ, মুতাজিলা, খারেজীদের 'হোম টাউন’ বলা যায় এই শহরকে। এই শহরের মসজিদে হত্যা করা হয় ইসলামের চতুর্থ খলিফা আলীকে (রা:)। ইসলাম-পূর্ব খ্রিস্টানদের নানান মতালম্বীদের
.
রাস্তাঘাটে, শপিংমলে মাঝেমধ্যে দেখা যায় সাংবাদিক পথচারীকে বিভিন্ন প্রশ্ন করে। এমন যদি কখনো হয় যে, দশজন পথচারীকে জিজ্ঞেস করা হলো—“দশজন সাহাবির নাম বলুন” তাহলে দেখা যাবে হয়তো দুজনও খুঁজে পাওয়া যাবে না, যারা ঠিকমতো দশজন সাহাবির নাম বলতে পারেন!
.
সাহাবিগণ হলেন নববি ইলমের ধারক ও বাহক। তাঁদের সম্পর্কে আমরা এত কম জানি যে, আমরা যে জানি না—এটিও আমরা বুঝি না। প্রসিদ্ধ চার খলীফার বাইরে হয়তো আমতা-আমতা করে আরো দুই‑তিনজনের নাম, তাঁদের জীবনের গল্পগুলো আমরা শুনেছি; কিন্তু বাকিদের?
0 Comments